‘তুরাগ’ রাজধানীর বুকে কোলাহল মুক্ত এক গ্রামীন পরিবেশ

শহরের মাঝে, কিন্তু গ্রামীন আবহে! এমন জায়গা কোথায় খুজে পাই? যেখানে থাকবে গাছপালা, সুবজ প্রকৃতি, এঁকে বেকে চলা নদী যেখানে পালতুলে যাবে নৌকা। আবার যেখানে থাকবে শহরের সব সুবিধা। থাকবেনা শহরের কোলাহল, যানবাহনের বিরক্তিকর হর্ণ। হুম, এমন চাওয়ার পূর্ণতায় রয়েছে ঢাকা উত্তরের শেষ সীমান্ত এলাকা উত্তরা সংলগ্ন ‘“তুরাগ”। যেখানে শহরের আবহে পাবেন গ্রামীন পরিবেশ, প্রকৃতি, একেবেকে চলা নদী। শহরের কোলাহল থেকে মুক্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর 51,52,53,54 নং ওয়ার্ড যার অন্তর্ভূক্ত।

তুরাগ নদী
তুরাগ নদী Turag River

তুরাগের এলাকার প্রকৃতিঃ 

শহর মানেই ইট-পাথরের দালান কোটা। তবে তুরাগ এদিক থেকে ভিন্ন। তুরাগের অনেকাংশ সবুজ প্রকৃতি। যেখানে বিভিন্ন ধরনের ফলজ ও অন্যান্য গাছ-পালা আছে। এছাড়া তুরাগ এলাকার উত্তর অংশে রয়েছে তুরাগ নদী। তুরাগ এলাকার পশ্চিমে রয়েছে বিভিন্ন আবাসন প্রকল্প। এই প্রকল্পগুলো শরৎ ঋতুতে কাশবনের ফুলে যেন আকাশ নিচে আসে। অনেক দর্শনার্থী কাশবন দেখতে নানান প্রান্ত হতে ছুটে আসে।








 



তুরাগ নদীঃ তুরাগ এলাকার পাশ দিয়ে বয়ে চলে গেছে তুরাগ নদী। যেখানে পালতুলে নৌকা চলে। নৌকা যোগে পারাপার হওয়া যায়। এছাড়া অনেক ভ্রমণ পিপাসু নৌক নিয়ে ভ্রমনে বের হয়। বর্ষাকালে তুরাগ নদীর দু’পাশ পানিতে কানায় কানায় পূর্ণ থাকে। তখন অনেকে তুরাগে নৌকাযোগে ভ্রমণ, পিকনিক করে থাকে।

উত্তরা দিয়াবাড়ীঃ উত্তরা শব্দটি শুনলে উত্তরা এলাকার কথা মাথায় চলে আসবে। তবে এটা উত্তরা না, তুরাগের পশ্চিমে অংশে রয়েছে রাজউক প্রকল্পের দিয়াবাড়ী। যেখানে ঢাকার নানান প্রান্ত হতে অনেকেই ঘুরতে আসেন। আবদ্ধ ঘেরা শহরের মানুষের কাছে তুরাগের এলাকায় অবস্থিত উত্তরা দিয়াবাড়ী যেন একটি বিনোদনের প্রাণকেন্দ্র। যেখানে রাজউক প্রকল্পের ব্রিজ, কাশবন, লেক তুরাগের সৌন্দর্য্যকে অপরূপ করেছে। ছুটির দিনগুলোতে দিয়াবাড়ী অনেক লোকজন ঘুরতে আসায় এখানে অনেক ভিড় থাকে। দিয়াবাড়ীতে রয়েছে নৌকা ভ্রমনের সুবিধে। এছাড়া উন্মুক্ত খোলা এলাকা হওয়ায় দর্শনার্থীদের ভিড় একটু বেশি থাকে।

রাজউকের নান্দনিক ডিজাইনে নব নির্মিত ভবনগুলো দিয়াবাড়ীর সৌন্দর্য্যকে আরো আকর্ষনীয় করেছে। আর ভ্রমন পিপাষুদের বাড়তি চাপ থা দোকন ও বানিজ্য কেন্দ গড়ে উঠেছে। প্রকৃতি প্রেমিদের জন্য দিয়াবাড়ী লেকপাড় এর তীর ঘেষে রয়েছে অনেকগুলো নার্সারী। তুরাগের একবার দিয়াবাড়ী আসলে বার বার আসতে মন চাইবে।


দিয়াবাড়ী
তুরাগ থানাধীন উত্তরা দিয়াবাড়ী

তুরাগের শিক্ষা প্রতিষ্ঠানঃ তুরাগ থানাধীন উল্লেখ যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কামারপাড়া স্কুল এন্ড কলেজ, ডিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়, শহীদ মডেল স্কুল, আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়, দারুল ফালাহ মাদ্রাসা, ভাটুলিয়া মহিলা মাদ্রাসা, নয়ানগর নেছারিয়া মাদ্রাসা অন্যতম। এছাড়াও অনেক কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠান রয়েছে।

তুরাগ বেড়ি বাধঃ তুরাগের কামারপাড়া হতে মিরপুর রোড এর আশুলিয়া রোডের পর মিরপুর পর্যন্ত এই বেড়িবাধ অংশটির অনেকাংশ তুরাগ থানাধীন। এই পথ চলতে গেলে আপনাকে রোমাঞ্চকর অনুভতি এনে দিবে। একপাশে দিয়াবাড়ীর নান্দনিক সৌন্দর্য্য। অন্যপাশে তুরাগ নদী। এই পথ ধরে চলতে গেলে দুপাশের অপরূপ সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে নিশ্চই।


মেট্রোরেল এর ডিপো ও আবাসিক ভবনঃ ম্যাস ট্রানজিট মেট্রোরেল এর ডিপো ও আবাসিক ভবনগুলো নান্দনিক ভাবে স্থাপন করা হয়েছে। যা তুরাগের সৌন্দর্য্যকে বহুগুন বাড়িয়েছে। মিরপুর রোডের আশুলিয়া অংশ হতে মিরপুরের দিকে যাত্রা করলে সড়কের সাথেই মেট্রোরেল এর অফিস ও আবাসিক ভবন।

বিজিএমইএ ইউনিভার্সিটিঃ পোশাক রপ্তানিকারক সংগঠন বিজিএমই এর বিশ্ববিদ্যালয় এর স্থায়ী ক্যাম্পাস তুরাগে অবস্থিত। এ ক্যাম্পাসটিও নান্দনিকভাবে স্থাপন করা হয়েছে। 

মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসঃ মাইলষ্টোন কলেজের মূল ক্যাম্পাস তুরাগ থানাধীন ডিয়াবাড়ী সংলগ্ন অবস্থিত। এখানে মাইলস্টোন কলেজের অনেকগুলো ক্যাম্পাস রয়েছে।

ই-পাসপোর্ট অফিসঃ ই-পাসপোর্ট অফিস এর প্রধান কার্যালয় তুরাগ এলাকায় অবস্থিত। আশুলিয়া রোড হতে মিরপুর যাওয়ার পথে ই-পাসপোর্ট অফিসের অবস্থান।

তুরাগ এলাকা সম্পর্কে বলতে গেলে রাজধানী ঢাকার বুকে যেন এক আধুনিক গ্রাম। তুরাগের একপাশে বয়ে চলা তুরাগ নদী অন্যপাশে রাজউক প্রকল্পধীন দিয়াবাড়ী এলাকা। তুরাগের এ সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে।

Post a Comment (0)
Previous Post Next Post