বর্ষা! রিমি ঝিম বৃষ্টির মাঝে কাঁথার নিচে লুকিয়ে থেকে শীতল উঞ্চতা নেওয়া। গ্রাম বাংলায় চলে ঐতিহ্য বাহী চাউল ভাজা, সিমের বীজ ভাজা। আর শহর গুলোতে বিরিয়ানির দোকানে আগের চেয়ে ভিড়টাই একটু আলাদা।
আকাশটা মেঘলা থাকলে মনটা যে মেঘলা হয়ে যায়। কবি চলে যায় ভাবনায়, খুজে নেয় একটি পংক্তি। বর্ষাার দিনের মজা ই আলাদা।