No title


ব্লগার হত্যা ও নানান মতঃ

আমরা সবাই স্বাধীনতা চাই, আর তাই হয়ে যাই মুক্তমনা। অন্যের ধান ক্ষেত মাড়িয়ে চলতে আমাদের স্বাধীনতার আওয়াতার ভিতর পড়ে। আর এতে বাধা আসলেই স্বাধীনতা খর্ব হয়!
আসলে হয়ত আমরা স্বাধীনতা কি এর সঠিক অর্থ ভুলতে বসেছি। আমার নিজের স্বাধীনতা অন্যের জন্য ক্ষতিকর হলে, অন্যের জন্য হুমকি হলে এ কেমন স্বাধীনতা?
মুক্তমন তো আর এই না যে যা ইচ্ছা তাই বলব! মুক্তমনের ও একটা সীমা থাকা দরকার। অন্যের ধর্মের প্রতি আঘাত এবং উত্তেজনা মূলক, অপমান মূলক কথা লিখবেন, প্রচার করবেন। তার জন্য কিছু বললে আপনার অধিকার লগ্ন হয়, আপনাদের ভাষায় উগ্রবাদীরা প্রেরনা পায়, ইত্যাদি। আপনি কেন উগ্রবাদীদের মাঝে ক্ষোভ তৈরী করেন?
2। সশীল সমাজঃ কিছু সুশীল সমাজ নামে সমাজ ধ্বংশকারী ব্যাক্তিরা জোরালো হয় ব্লগার হত্যায়, আর যখন কিছু ব্লগার ধর্মের প্রতি অপমানমূলক, উস্কানী মূলক কথা লেখে তখন আর তাদের প্রতিবাদ বা সমালোচনা তাদের মুখ হতে বাহির হয় না। এতে তাদের সমস্যা হয় না, সমস্যা হয় তখন যখন এসব ব্লগারের বিরুদ্ধে জোরালো আইনি পদক্ষেপ না থাকায়, বা সুশীল সমাজের বিরোধিতা না থাকায় আইন হাতে তুলে নেয়। নামধারী এসব সুশীল সমাজ ব্লগার হত্যার সমাধান চায় না। তারা উল্টো সমস্যা বাড়িয়েদেয় এসব অন্যায়কারী ব্লগারদের পক্ষনিয়ে।
3। মিডিয়াঃ মিডিয়া তখন চুপ, যখন ব্লগার’রা ধর্ম, নবী (সাঃ) ও সৃষ্টিকর্তাকে নিয়ে সমালোচনা বা অপমানমূলক কথা বলে। আর তখন সজাগ হয় যখন তাদের নির্মূল করা হয়। পুলিশ যখন এ সমস্যা সমাধানে সঠিক পদক্ষেপের কথা ভাবছে বা তারা যখন ঘোষনা দিচ্ছে যে ধর্মের অনুভুতিতে আঘাত কারী ব্লগারদের আইনের আওতায় আনা হবে তখন মিডিয় শিরোনাম করে “পুলিশ কর্তাদের কথায় মৌলবাদীরা আরো উগ্রবাদী হবে” আমার প্রশ্ন মিডিয়ার কাছে, যে যখন ব্লগাররা ধর্মের অনুভতিতে আঘাত দিয়ে লিখেছিল তখন আপনাদের শিরোনাম এমন হয়নাই কেন, যে “ব্লগারদের ধর্মীয় অনুভতিতে আঘাতহানায় শান্তি-শৃঙ্খলা অবনতি ঘটবে, উগ্রবাদীরা আরো উগ্র হবে”। তখন চুপ থাকতে পারলে এখন ও চুপ থাকেন।
4। পশ্চিমাঃ বাংলাদেশে ব্লগার হত্যা হলেই পশ্চিমা মিডিয়া, দুতাবাস, জাতিসংঘ সজাগ ও তুমুল তাদের ক্ষোভ প্রকাশ করে, এতে তাদের স্বার্থ কি? যখন ধর্মীয় অনুভতিতে আঘাত হেনেছে তখন তো তাদের নিন্দা আসেনি! আফ্রিকায় মুসলিম নিধন হচ্ছে তখন তো তাদের জোরালো পদক্ষেপ পাওয়া যায়নি! আর বাংলাদেশে ব্লগার হত্যায় তারা এফবিআই পাঠায়। তাদের এ আচরন প্রমানিত যে তারা ব্লগারদিয়ে এদেশের ধর্মপ্রান মুসলমানদের মন নষ্ট করে শান্তি-শৃঙ্খলা নষ্টকরার সক্রিয়। তাদের তাদের দোশরদের কিছু হলে তারা সরব হয়।
Post a Comment (0)
Previous Post Next Post