একদশ শ্রেনিতে যারা ইতিপূর্বে আবেদন করে নাই তাদের জন্য নতুন ভর্তির আবেদন আগামী 13/07/2015 ইং হতে 21/07/2015 ইং পর্যন্ত। অনলাইনে শূণ্য আসন দেখে সর্বোচ্চ 5টি কলেজ পছন্দ করে আবেদন ফি পূর্বক আবেদন করতে পারবে।
নতুন আবেদন কারীদের ফলাফল 23/072015 তারিখ।
তাদের ভর্তি কার্যক্রম 25-26/072015ইং তারিখ।
বিস্তারিত http://www.xiclassadmission.gov.bd