নিজ পছন্দের বাহিরে বিয়ে করায় মেয়েকে হত্যা করল বাবা।

নিজের পছন্দের ছেলেকে বিয়ে করায় নিজ কন্যাকে রাতের অন্ধকারে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যা করল বাবা। হ্যা, প্রথম আলোর অনলাইন সংস্করণ এর 22/01/2023ইং তারিখের নিউজ থেকে এমনটাই জানা গেল।
পারুল আক্তার চাকুরী করতেন ঢাকার সাভারে একটি গার্মেন্টেস এ। সেখানে নাছির উদ্দিন ওরফে বাবু নামে এক ছেলেকে বিয়ে করেন। পারুল আক্তার এর বাবা এটা পছন্দ করেননি। এদিকে বিয়ের কিছুদিন পর স্বামী-স্ত্রী’র মাঝে প্রায় ঝগড়া হতো। বিষয়টি পারুল তার বাবাকে জানালে তার বাবা বাড়ি ফিরে আসতে মেয়েকে নির্দেশ দেন। বাবার কথা মতো পারুল আক্তার বাবার বাড়ি ফিরে আসেন। বাবা নিজের ও পরিবারের অসম্মান করার কথা চিন্তা করে মেয়েকে হত্যার পরিকল্পনা করেন। মেয়েকে ভালো ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা বলে জয়পুরহাট নিয়ে যান। সেখানে পরিকল্পনামতো জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় পারুলকে নির্জন রাতে নদীতে তার বাবা ধাক্বা দিয়ে ফেলে দেয়। এবং পারুলের বাবার সঙ্গী মোকাদ্দেছ গামছা পেছিয়ে শ্বাসরোদ্ধ করে পারুলকে হত্যা করে। তার বাবা আব্দুল কুদ্দুছ এর জবান বন্দীতে ঠিক এমনটাই উঠে আসে বলে পিবিআই সংবাদ সম্মেলনে জানিয়েছেন। নিউজ এর লিংকঃ https://www.prothomalo.com/bangladesh/crime/3f7t5hhg89

Post a Comment (0)
Previous Post Next Post