খলীফা হারুনুর রশীদের রাজত্ব কালঃ
একদিন তিনি খুব পিপাসার্ত অবস্থায় তার এক খাদেমের কাছে পানি চাইলেন। বিখ্যাত বুযুর্গ বুহলূল রাহ. খলীফার কাছেই ছিলেন।
খলীফা পানি পান করতে যাবেন, এমন সময় বুহলূল বললেন, "জনাব, একটু থামুন। আমার একটি প্রশ্ন আছে।"
খলীফা কিছুটা অবাক হয়ে পাত্র নামিয়ে নিলেন।
বুহলূল প্রশ্ন করলেন, "প্রচন্ড পিপাসার সময় এই এক পাত্র পানির জন্য আপনি কী পরিমাণ সম্পদ খরচ করতে রাজি হবেন?"
. একটু ভেবে খলীফা জবাব দিলেন, "পিপাসা যদি তীব্র হয় এবং যদি প্রাণনাশের আশঙ্কা দেখা দেয়, তাহলে প্রয়োজনে আমার সমস্ত রাজত্ব দিয়ে হলেও এ পানিটুকু পেতে চাইব।"
.
বুহলূল বললেন, "ঠিক আছে। পান করুন।"
খলীফা পানি পান করার পর বুহলূল আবার জিজ্ঞাসা করলেন, "হুজুর, আরেকটি ছোট্ট প্রশ্ন আছে।"
খলীফা বললেন, "বলুন।" বুহলূল বললেন, "আপনি যে পানিটুকু পান করলেন তা যদি আপনার শরীরে আটকে থাকে (অর্থাৎ প্রস্রাব বন্ধ হয়ে যায়) তাহলে তা বের করার জন্য কী পরিমাণ ব্যয় করবেন?"
.
খলীফা বললেন, "এমন যন্ত্রণা থেকে মুক্তি পেতে প্রয়োজনে আমার সমস্ত রাজত্ব দিয়ে দেব।"
.
এবার বুহলূল বললেন, "হুজুর! এই রাজত্বের কী মূল্য, যা এক পাত্র পানির পান করার জন্য এবং এক পাত্র পানি শরীর থেকে বের করার জন্য চলে যায়?!"
অর্থাৎ এটি আল্লাহ তাআলার এত বড় নেয়ামত, যার মোকাবিলায় বিশাল রাজত্বও অতি তুচ্ছ।
.
সত্যিই দুনিয়ার ধন সম্পদ আল্লাহ্তা'য়ালার দেয়া নিয়ামাত এর তুলনায় কতটা তুচ্ছ!!
আল্লাহ তায়ালা আমাদের মাফ করুন।
আমীন।