দপ্তর হারাচ্ছেন সৈয়দ আশরাফ?


     

সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রীর (এলজিআরডি) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। আর একজন জ্যেষ্ঠ মন্ত্রী পুরো বিষয়টি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। প্রজ্ঞাপন জারি না হওয়ায় এ বিষয়ে স্বনামে কেউ কথা বলতে রাজি হননি।
তবে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, সৈয়দ আশরাফকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া সংক্রান্ত বিষয়ে একটি সারসংক্ষেপ তৈরি করা হচ্ছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে তা রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠানো হবে।
নাম প্রকাশ না করার শর্তে জ্যেষ্ঠ এক মন্ত্রী প্রথম আলোকে বলেন, আজকের একনেক বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ না থাকায় প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়েছিলেন। এরপর তিনি মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে সারসংক্ষেপ তৈরি করতে বলেন। ওই মন্ত্রীর ভাষ্য, প্রধানমন্ত্রী হয়তো ক্ষোভের মুখে এ ধরনের কথা বলেছেন। চাইলে পরে তিনি তা প্রত্যাহার করে নিতে পারেন। তবে পুরো বিষয়টি এখন নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর।
Post a Comment (0)
Previous Post Next Post