No title



ভর্তির জন্য আর পরীক্ষা নিবে না জাতীয় বিশ্ববিদ্যালয়
National University, Gazipur's photo.
ভর্তির জন্য আর পরীক্ষা নিবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ে :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আলাদা কোনো পরীক্ষা হবে না। আসন্ন শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। ভর্তির কাজ শেষ করে ১ ডিসেম্বর ক্লাস শুরু করা হবে বলে জানানো হয়েছে।
শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটের ১৭তম বার্ষিক অধিবেশনে এ কথা জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হারুন-অর-রশিদ।
অধিবেশনে উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে ২০১৬ সালের শেষের দিকে। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করে পুরস্কার দেয়া হবে।
২০১৭ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ আইটিভিত্তিক ও ২০১৮ এর মধ্যভাগ থেকে সম্পূর্ণ সেশনজটমুক্ত করা হবে বলেও জানান উপাচার্য।
Post a Comment (0)
Previous Post Next Post