ভদ্র মেয়েদের কমন কিছু বৈশিষ্ট্যঃ-
1। ভদ্র মেয়েরা পোশকের ব্যপ্যারে একটু সচেতন। এমন কোন পোশাক পরে না যা বাইরের কেউ চোখ তুলে তাকাতে সাহস করে।
2। ভদ্র মেয়েরা একটু লাজুক স্বভাবের হয়ে থাকে। চলা পেরায় এদের মাথা নিচু থাকে। খুভ কোমল স্বভাবের ভদ্র নম্রতা এদের বিশেষ বৈশিষ্ট্য।
3। ভদ্র মেয়েরা প্রেমের ব্যপ্যারে সচেতন। সহজে কারো সাথে প্রেমে জড়াতে চায় না। আর জড়িয়ে গেলে সহজে তাকে ভূলে না। মন প্রান দিয়ে টিকিয়ে রাখতে চেষ্টা করে।
5।ভদ্র মেয়েরা সবসময় পরিবার, বন্ধু বা প্রেমিক কে একটু আলাদা ভাবে গুরুত্ব দেয়। একটির উপর আরেকটির প্রভাব পড়ুক তা তারা চায় না। এ জন্য তাদের একটু ঝামেলা পোহাতে হয়।
6। ভদ্র মেয়েদের মনে তেমন হিংসা বিদ্ধেস থাকে না। কারো সাথে রেগে গেলে তার মুখের উপর সব বলে দেয়। তাদের রাগটা একটু বেশি ই থাকে।
7। ভদ্র মেয়েরা আড্ডা-বাজিতে তেমন যায় না। এরা ঘরকুনো স্বভাবের হয়। এদের বন্ধু-বান্ধব কম থাকে।
8। ভদ্র মেয়েদের কাছে পরিবারের সম্মানটুকো আগে। তারা পরিবারের সম্মানের বিরুদ্ধে সহজে কোন কাজ করে না।